Enable JavaScript in the browser to display LibreOffice Help pages. 
 
  নিচের লজিক্যাল অপারেটরসমূহ LibreOffice বেসিক সমর্থিত।
  
  লজিক্যাল অপারেটর (বিট অনুসারে) দুইটি এক্সপ্রেশন অথবা ভেরিয়েবলের বিষয়বস্তু একত্রিত করে থাকে, যেমন, নির্দিষ্ট বিট নির্ধারিত হলে অথবা না হলে পরীক্ষণ করা হয়।
  
লজিক্যালি দুইটি এক্সপ্রেশন একত্রিত করা হয়।
 
  
দুইটি এক্সপ্রেশনের লজিক্যাল সমতা গণনা করা হয়।
 
  
দুইটি এক্সপ্রেশনের উপর লজিক্যাল ইমপ্লিকেশন সম্পাদনা করে থাকে।
 
  
বিটের মান উল্টানোর মাধ্যমে একটি এক্সপ্রেশন নেগেট করা হয়।
 
  
দুইটি এক্সপ্রেশনের উপর একটি লজিক্যাল OR সম্পাদনা করে থাকে।
 
  
দুইটি এক্সপ্রেশনের লজিক্যাল এক্সক্লুসিভ OR সমন্বয় সম্পাদনা করে থাকে।